পতিত স্বৈরাচার নানা ধরনের কর্মসূচী দিচ্ছে, তাদের বিষয়ে সজাগ থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যুব সমাজকে সামরিক ট্রেনিং দেওয়ার বিষয়টিও সরকার ভেবে দেখবে বলে ডিসি সম্মেলনের শেষদিনে বৈঠকে জানানো হয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনের শেষদিনে বৈঠকের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ এসব কথা জানান।
আরও পড়ুনঃ Pro-AL figures circulate false narratives over Gopalganj clashes: CA press wing - Bd24live
শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক হয়। সিভিল মিলিটারি সমন্বয় কীভাবে আরো ভালো করা যায়, সে বিষয়ে আলোচনা হয়। ৫ আগস্টের পর লুট হওয়া ১৪শ অস্ত্র ও আড়াই লাখ গুলি উদ্ধারে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।